ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

৭৭ বছর বয়সেও ভোটার হতে পারেননি মনোদা

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:৪২, ১০ সেপ্টেম্বর ২০২২
৭৭ বছর বয়সেও ভোটার হতে পারেননি মনোদা

মনোদা রানি সরকার

মনোদা রানি সরকার। বয়স এখন ৭৭ বছর। স্বামী শান্তিরাম সরকার মারা গেছেন ১১ বছর আগে। বিধবা হতদরিদ্র এই নারী ভোটার হতে না পারায় বঞ্চিত হচ্ছেন সরাকরি নানা সুযোগ সুবিধা থেকে। একটি বয়স্ক ভাতা পেলেও জাতীয় পরিচয় পত্র না থাকায় ভাতাটি বন্ধ হয়ে গেছে। 

মনোদা রানি সরকারের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায়।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মহম্মদপুর উপজেলা সদরের পশু হাসপাতালের পাশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় বসবাস করেন মনোদা রানি সরকার। স্বামী মারা যাওয়ার পর চার ছেলে ও এক মেয়ের সংসার তার। নিজের কোনো জমি না থাকায় সরকারি জমিতেই থাকতে হয় তাকে। ঝুপড়ি একটি ঘরে কোনো মতে থাকেন তারা।

আরো পড়ুন:

মনোদা রানি সরকারের চার ছেলেই শ্রমিকের কাজ করেন। অভাবের সংসারে খেয়ে না খেয়ে দিনকাটে তাদের। 

মনোদা রানি সরকার বলেন, ‘জীবন প্রায় শেষ। মরার সুমায় চলে চলে আলো ভুটার হতি পাররাম (পারলাম) না। কুটি কুটি ঝিপুতপলা ( কম বয়সি মানুষ) ভুটার হচ্ছে আমি হতি পারলাম না। কতো সুযোগ সুবিদে আসতেছে কিছুই পাচ্ছিনে। এটটা ভাতা পাতাম তাও বন্ধ করে দেছে (দিছে)।’

মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার তাইজুল ইসলাম বলেন, ‘উপজেলায় এখন নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে। নতুন ভোটার হতে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক। এর সঙ্গে বয়স বেশি হলে তিনি এর আগে ভোটার হননি এমন প্রমাণ পত্র জমা  (এএফআইএস) দিতে হবে। এএফআইএস যাচাই করার সুযোগ জেলা নির্বাচন অফিসে রয়েছে।'

তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের উদ্যেগে বৃদ্ধ এই নারীকে ভোটার তালিকায় অন্তভুক্ত করতে কাগজপত্র সংগ্রহ করছি। দ্রুত বিষয়টির সমাধান হবে বলেও আমরা  আশা করি।’

মনোদা রানি সরকারে প্রতিবেশী সংবাদকর্মী সুব্রত সরকার বলেন, ‘দরিদ্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোদার ভোটার না হতে পারা দুঃখ জনক। তিনি যাতে ভোটার হতে পারেন সংশ্লিষ্টরা আশা করি সে ব্যবস্থা নেবেন।’ 

মনোদা রানি সরকারের বড় ছেলে সুশান্ত কুমার সরকার বলেন, ‘আমরা চারভাই খাদ্য গুদামে ধান চাল ও গমের বস্তা টানার কাজ করি। সংসার চালাতে কষ্ট হয়। মায়ের ওষুধ কিনতে আরো বেগ পেতে হয়। মা ভোটার হতে পারেন নাই বলে তিনি সরকারি ভাতা পাচ্ছেন না।’ 

মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী জয়নূর রহমান বলেন, ‘মনোদা রানি সরকার  একটি বয়স্ক ভাতা (ন-৭৪৫) পেতেন। পরে এনআইডি কার্ড না থাকায় যাচাই বাছাইতে তার ভাতা কার্ডটি বাদ যায়।’

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘মনোদা রানি সরকার যাতে ভোটার হতে পারেন আমি সেই ব্যবস্থা করব।’ 
 

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়