ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

লঞ্চে খুন হওয়া তরুণীর পরিচয় খুঁজছে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১০ সেপ্টেম্বর ২০২২  
লঞ্চে খুন হওয়া তরুণীর পরিচয় খুঁজছে পুলিশ

চাঁদপুর-ঢাকা নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ‘আব এ জমজম’-এর ২য় তলার স্টাফ রুম থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে নৌ পুলিশ।ঘটনার প্রায় দু বছর হতে চললেও শনাক্ত হয়নি তরুণীর পরিচয়।

জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী ওই লঞ্চের স্টাফ রুমটি ৬শ টাকার বিনিময়ে ভাড়া নিয়েছিলেন ওই তরুণী ও এক তরুণ। ভাড়া দেন লঞ্চের গিজার সুজন মোল্লা, রাসেল খান ও মাসুম গাজী। এটি তাদের ব্যবহৃত কক্ষ ছিলো। পরবর্তীতে তালাবন্ধ কেবিনটির তালা ভেঙে তরুণীর লাশ উদ্ধার করা হয়। তরুণীকে পায়জামার ফিতা গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিলো বলে জানায় পুলিশ। 

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ২০২০ সালের ২২ অক্টোবর দুপুর ১২টায় চাঁদপুর লঞ্চঘাটে আব এ জমজম লঞ্চের ইঞ্জিন গিজারদের কেবিন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার হলেও কেউ ওই সময় তার খোঁজ নিতে আসে নাই। লাশের পরিচয় না পাওয়ায় এর তদন্ত কাজ এগিয়ে নিতেও দেরি হচ্ছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চ‌লের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ওই তরুণীর পরিচয় পেলে মামলাটির তদন্ত কাজ আরো এগিয়ে নেওয়া সম্ভব হতো। 

কারো কাছে যদি এ তরুণীর কোনো প‌রিচয় জানা থা‌কে তাহলে দ্রুত চাঁদপুর নৌ থানায় জানানোর জন্য অনুরোধ জানান তিনি। 

জয়/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়