মেয়াদউত্তীর্ণ বীজ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মেহেরপুর শহরের বড় বাজার এলাকার দুটি বীজ বিক্রির দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদউত্তীর্ণ ও সরকারি প্রণোদনার বীজ রাখার অভিযোগে দুই দোকানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
সজল আহমেদ জানান, বড় বাজার এলাকায় ‘আল্লাহর দান বীজ ভান্ডার’ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মেয়াদউত্তীর্ণ ও সরকার প্রদত্ত প্রণোদনার বীজ উদ্ধার করা হয়। এ সময় ওই বীজ ভান্ডারের মালিক দয়াল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এর আগে রব বীজ ভান্ডারে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদউত্তীর্ণ বীজ জব্দ করা হয়। সেসময় রব বীজ ভান্ডারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মহাসিন/ মাসুদ