চুরির নিউজ ফেসবুকে শেয়ার করায় মারধর
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দৌলতখান হাসপাতালে ভর্তি শাহিন
ভোলার দৌলতখানে ইউপি সদস্যের ভাইয়ের চুরির নিউজ ফেসবুকে শেয়ার করায় অনিকুল ইসলাম শাহিন (৩২) নামের এক যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। এর আগে, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে হামলার ঘটনা ঘটে।
শাহিন বলেন, ‘ইউপি সদস্য তানজিল হোসেন মামুনের ভাই মাসুমকে নিয়ে সম্প্রতি নির্মাণাধীন ভবনের মালামাল চুরি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সেই নিউজ ফেসবুকে শেয়ার করায় আমাকে মারধর করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে অস্বীকার করে ইউপি সদস্য তানজিল হোসেন মামুন বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। মারধরের বিষয়ে কিছুই জানি না।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মনজুর/কেআই