মুন্সীগঞ্জে ১১ ডাকাত গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মুন্সীগঞ্জ সদর ও ঢাকা মাওয়া মহাসড়কের শ্রীনগর অংশে পৃথক তিনটি ডাকাতির ঘটনায় জড়িত ১১ আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।
মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বাড়ি মুন্সীগঞ্জে। তিনজন ফরিদপুরের, দুইজন বরিশালের, একজন মানিকগঞ্জেরর, একজন চাঁদপুরের, একজন পিরোজপুরের এবং একজন কিশোরগঞ্জের।
প্রসঙ্গত, চলতি মাসের ৮, ৯ ও ১২ তারিখে তিনটি ডাকাতির ঘটনা ঘটে।
রতন/ মাসুদ