ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

চট্টগ্রামে পরিত্যাক্ত বাসা থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২২  
চট্টগ্রামে পরিত্যাক্ত বাসা থেকে শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার পোর্ট কলোনী এলাকার একটি পরিত্যাক্ত বাসা থেকে ৭ বছর বয়সী এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বন্দর পোর্ট কলোনী এলাকার একটি পরিত্যক্ত বাসায় এক মেয়ে শিশুর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, গত শনিবার রাতের কোনো এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা কর হয়েছে। 

আরো পড়ুন:

ওসি মাহফুজুর রহমান জানান, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়