টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পিটিয়ে হত্যা
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফ উপজেলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইলিয়াছ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চাকমাইয়া গ্রুপের লোকজন। নিহত ইলিয়াছ (৪০) সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। উভয়পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
নিহত ইলিয়াছ টেকনাফের হ্নীলা ইউপি মোচনী রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের বাসিন্দা মৃত নাছির আহমেদের ছেলে।
নিহতের ছেলে মোহাম্মদ রুবেল বলেন, ‘রোববার ভোররাতে বি-ব্লকের বাসায় এসে চাকমাইয়া গ্রুপের লোকজন টাকা, স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে ফেরার পথে বাবাকে পেয়ে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সালমান শাহ ও চাকমাইয়া নামে দুই রোহিঙ্গা ডাকাত গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন সময় ক্যাম্পের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। তাদের এলাকা ভিত্তিক আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তারেকুর/বকুল