উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১২:০০, ২১ সেপ্টেম্বর ২০২২
কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি (নেতা) জাফর আলমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ।
তিনি জানান, গুলিবিদ্ধ আহত জাফরকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তারেকুর রহমান/ইভা