ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৯ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২২  
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৯ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।

আরো পড়ুন:

এর আগে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরাবদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৭টি ককটেল, ৩টি ছোড়া, ১টি কাটার, ২টি ক্রোবার, ৫টি টেটা, ১৩টি টর্চ লাইট, ১টি রূপার চেইন, ২৪ হাজার ৯০০ টাকা ও ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কাশেম, বাবু, ওমর ফারুক, লিটন, সবুজ, দেলোয়ার হোসেন, রুমন ভূঁইয়া, আশরাফুল ও জুয়েল রানা। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

সানরিয়া চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।’

হাসান/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়