ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন: রাজশাহীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২২  
জেলা পরিষদ নির্বাচন: রাজশাহীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। 

নির্বাচনের চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক। অন্য তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আখতারুজ্জামান আক্তার (আওয়ামী লীগের বিদ্রোহী) মোটরসাইকেল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল পেয়েছেন তালগাছ এবং আফজাল হোসেন আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়া রাজশাহী জেলা পরিষদের নয়টি সাধারণ ওয়ার্ডের ২৯ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনের ১৭ জন প্রার্থীর মধ্যেও বিভিন্ন প্রতীক বরাদ্দ করা হয়। 

আরো পড়ুন:

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল জলিল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

প্রতীক বরাদ্দ পাবার পর চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করবেন। তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রার্থীর পোস্টার পোস্ট করে সমর্থন চেতে শুরু করেছেন।

আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়