অভি হত্যায় গ্রেপ্তার ৫
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ার শেরপুরে মর্তুজা কাওসার অভি (৩৮) হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিহত অভির স্ত্রী খাদিজা আক্তার লিমা ৮ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল মাহমুদ হিমেল (৩২), সোহাগ হোসেন (৩০), জাহিদ হোসেন (২৬), আরিফুর রহমান শুভ (৩৫) ও রিয়াজুল ইসলাম বাপ্পি (৩৭)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় অভ্যন্তরীণ কোন্দল এবং পূর্ব শত্রুতার জেরে মর্তুজা কাওসার অভিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভি শেরপুর পৌর এলাকার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
এনাম/কেআই