ঢাকা     বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৪ ১৪৩১

৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১ অক্টোবর ২০২২   আপডেট: ১১:০৯, ১ অক্টোবর ২০২২
৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারতের সঙ্গে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

শনিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিব আহমেদ জুয়েল।

রাকিব আহমেদ জানান, ঈদে মিলাদুন্নবী ও দুর্গা পুজার কারণে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবর থেকে আবারো ভারতের সঙ্গে স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হবে। 

আরো পড়ুন:

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি সোনাহাট বন্দর কর্তৃপক্ষ ও ভারতের আসামের ধুবড়ি জেলার গোলকগন্জ স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাদশাহ/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়