ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

ভ্যানচালকের কোমরে ছিল ওয়ান শুটারগান

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ২ অক্টোবর ২০২২   আপডেট: ২১:২০, ২ অক্টোবর ২০২২
ভ্যানচালকের কোমরে ছিল ওয়ান শুটারগান

রাজশাহীতে এক ভ্যানচালকের কোমরে তিনটি ওয়ান শুটারগান পেয়েছে র‌্যাব। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই ভ্যানচালকের নাম আসাদুল হক (৪৫)। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামে।

আরো পড়ুন:

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘আসাদুল ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। তার কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি ওয়ান শুটারগান রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক জানিয়েছেন, মোটা টাকার বিনিময়ে তিনি অস্ত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন। কার কাছ থেকে নিয়ে কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।’

কেয়া/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়