লরির ধাক্কায় ইজিবাইকের নারী যাত্রীর মৃত্যু, আহত আরও ৭
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
![লরির ধাক্কায় ইজিবাইকের নারী যাত্রীর মৃত্যু, আহত আরও ৭ লরির ধাক্কায় ইজিবাইকের নারী যাত্রীর মৃত্যু, আহত আরও ৭](https://cdn.risingbd.com/media/imgAll/2022August/gazipur-2210040451.jpg)
গাজীপুরের কালীগঞ্জে লরির ধাক্কায় সুলতানা বেগম (৩২) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরো ৭ জন।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদাত্তীর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতানা ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের মো. কাজলের স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের পারভীন (২৩), সজিদা (৩৮), আকলিমা (৪০), খাইরুন (৩০), পারুল (৪৫) ও সনিয়া (২৫) এবং ইজিবাইক চালক কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের মো. সিরাজের ছেলে আরিফ মিয়া (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।
এসআই জানান, সন্ধ্যায় কালীগঞ্জ—ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশন সংলগ্ন ভাদাত্তীর এলাকায় পূবাইলগামী যাত্রীবাহী ইজিবাইকটিকে ঘোড়াশালগামী লরিটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী সুলতানা নিহত হন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আহত হন আরো ৭ জন। তবে অলৌকিভাবে বেঁচে যায় দেড় বছরের ইজিবাইক যাত্রী শিশু রোমান। স্থানীয়রা আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসক নুশশারাত। আহত ৭ জনের মধ্যে ২ জনকে ভর্তি রেখে গুরুতর অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
রফিক/টিপু