মৃত ডলফিন ফের ভেসে এলো কুয়াকাটা সৈকতে
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরো একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট, প্রস্থ দেড় ফুট। এ নিয়ে সৈকতে এবছর ভেসে এলো ১৮টি মৃত ডলফিন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯ টায় সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি ভেসে আসে। পরে খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ডলফিন রক্ষা কমিটির দুই সদস্য।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ডলফিনটি কয়েক ঘণ্টা আগে সাগরে মারা গেছে। কারণ, এটির রং এর পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা রয়েছে। আর মুখে জাল প্যাঁচানো রয়েছে। তার ধারণা, জেলেদের জালে মুখ আটকানোর কারনেই ডলফিনটির মৃত্যু হয়েছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এটি নিয়ে সৈকতে এবছর মোট ১৮টি মৃত ডলফিন ভেসে এলো। বার বার ডলফিন মৃত্যুর কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ইমরান/টিপু