ট্রাকের পেছনে বাসের ধাক্কা, যুবক নিহত
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়কে ইঞ্জিন বিকল হওয়া ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে রতন চন্দ্র বর্মন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও ১১ যাত্রী।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে মহাসড়কের মির্জাপুর কুরণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন চন্দ্র বর্মন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিমপাড়া গ্রামের ফিরোজ চন্দ্র বর্মনের ছেলে।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা টুটুল জানান, মহাসড়কের কুরণী এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে ছিল বালু ভর্তি একটি ট্রাক। এসময় ট্রাকটিকে অতিক্রম করতে গিয়ে পিংকি পরিবহনের বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির বাম পাশ দুমড়েমুচড়ে যায় এবং একজন নিহত হন। আহত হন অন্তত ১১ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় ঢাকার দিকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।
কাওছার/ মাসুদ