ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

টেকনাফে কৃষককে গুলি করে অপরজনকে অপহরণ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৭ অক্টোবর ২০২২  
টেকনাফে কৃষককে গুলি করে অপরজনকে অপহরণ 

গুলিবিদ্ধ কৃষক শরীফকে উদ্ধারের পর হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় পাহাড়ি এলাকায় এক কৃষককে গুলি করে তার সঙ্গে থাকা অপরজনকে অপহরণ করে নিয়ে গেছে ডাকাতদল। 

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রকাশ্যে টেকনাফের বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ড বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গুলিবিদ্ধ কৃষকের নাম মো. শরীফ (৪০)। তিনি বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বড় ডেইলপাড়ার মৃত সোনা আলীর ছেলে। অপহৃত যুবকের নাম আব্দুর রহমান (২০)। তিনিও একই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে।

আরো পড়ুন:

গুলিবিদ্ধ শরীফের বড় ভাই মো. ফরিদ বলেন, ‘আমার ভাইসহ আব্দুর রহমান সকালে ডেইল পাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পানের বরজে কাজ করতে যান। অস্ত্রধারী ডাকাতদল পাহাড় থেকে নেমে এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার ভাই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে। এসময় আমার ভাইয়ের সঙ্গে থাকা আব্দুর রহমানকে ধরে নিয়ে যায় ডাকাতরা। আমার ভাইকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।'

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, ‘আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। অবজারভেশনে রাখা হয়েছে, অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

বাজারছড়া ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম বলেন, ‘শরীফ ও আব্দুর রহমানকে ডাকাতদল অপহরণ করতে চেয়েছিল। পালাতে চেষ্টা করা শরীফকে গুলি করে আব্দুর রহমানকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে ডাকাতরা। গুলিবিদ্ধ শরীফের নিতম্বের উপরে বিশাল গর্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

ওসি হাফিজুর রহমান বলেন, ‘যারা গুলি করেছে তাদের চিহ্নিত করার পাশাপাশি অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।’ 

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়