পাঁচ তারকা হোটেলের সুইমিংপুল থেকে মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কক্সবাজারের পাঁচ তারকা মানের রয়েল টিউলিপ সী পার্ল হোটেলের সুইমিংপুল থেকে মরিয়ম চৌধুরী (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সকালে মরিয়ম পরিবারের সঙ্গে রয়েল টিউলিপ হোটেলে উঠে। বিকেলে সুইমিংপুলে গোসল করতে নামে। একপর্যায়ে মরিয়মের দেহ ভেসে উঠে। দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’
তারেকুর/কেআই