ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হোমিও কলেজের পাশে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাঁথিয়াখালি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ২০১৪ সালে অবসর গ্রহণের পর বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে চায়ের দোকান পরিচালনা করতেন তিনি।
নিহতের স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘সন্ধ্যায় আমার স্বামী মোবাইল ফোনে জানান তিনি শহরের কলোনী এলাকায় যাচ্ছেন। রাত ৯টার দিকে খবর পাই ফুলদীঘি উত্তরপাড়া এলাকার হোমিও কলেজের পাশে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।’
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাজু কামাল জানান, শুক্রবার সন্ধ্যায় হোমিও কলেজের পাশে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পলিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। জানা গেছে নিহত ব্যক্তি সেনাবাহিনী থেকে ল্যান্স কর্পোরাল পদ থেকে অবসর নেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারিদের হাতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই হামলাকারীদের চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে। লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এনাম/ মাসুদ