ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সাবেক সেনা সদস্য হত্যা: দুই নারীসহ গ্রেপ্তার আরও ৪ 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৯ অক্টোবর ২০২২  
সাবেক সেনা সদস্য হত্যা: দুই নারীসহ গ্রেপ্তার আরও ৪ 

গ্রেপ্তারকৃত চার আসামি

বগুড়ায় সাবেক সেনা সদস্য হত্যা মামলায় জড়িত আরও দুই নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৮ অক্টোবর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আরো পড়ুন: নারীর ফাঁদে পড়েন জাকির, পরে পালাতে গেলে হত্যা : পুলিশ

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম ফকিরপাড়ার আবুল খায়েরের মেয়ে সোমা আক্তার লিয়া(২৫), একই উপজেলার লতিফপুর গ্রামের মৃত লয়া মন্ডলের ছেলে তাইজুল ইসলাম (২৮), গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের আবু তালেবের ছেলে আব্দুর রাজ্জাক(৩২) ও নন্দীগ্রাম উপজেলার রণবাঘা গ্রামের আব্দুর রউফের মেয়ে রোফা আক্তার রোপা (২০)। এদের মধ্যে লিয়াকে প্রথমে শহরের চিটাগাং আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় কৌশলে তারা বিভিন্ন লোকের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তাদের ডেকে এনে আটকে রেখে টাকা আদায় করতেন। শুক্রবার সন্ধ্যায় তারা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল জাকির হোসেনকে (৪৮) ডেকে নেয়। তাকে জিম্মি করে টাকা হাতিয়ে নিতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় ছুরিকাঘাতে জাকির হোসেন নিহত হন। 

আরো পড়ুন: ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য নিহত

এদিকে জাকির হোসেন নিহতের ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী মমতাজ বেগম শাজাহানপুর থানায় হত্যা মামলা করেন। ওই রাতেই ডিবি পুলিশ দু'জন আসামিকে গ্রেপ্তার করে। র‌্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে চারজনকে গ্রেপ্তার করে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে। 

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়