ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৯ অক্টোবর ২০২২  
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর গাউছিয়া কমিটির উদ্যোগে রোববার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর শিরোইল কলোনীর চার নম্বর গলির বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)’ এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রাটি বের করা হয়। পরে সেটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহমখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের সামনে গিয়ে  শেষ হয়। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন, গাউছিয়া কমিটির সভাপতি ড. শরিফুল ইসলাম, সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন প্রমুখ।

আরো পড়ুন:

শোভাযাত্রা শেষে গাউছিয়া কমিটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে পবিত্র মিলাদ মাহফিল, দরুদ-সালাম, কেয়াম ও সমস্ত মুসলিম উম্মাহ এবং দেশ-জাতির শান্তি কামনা করে দোয়া করা হয় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদরী। 

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়