ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

মিতু হত্যা মামলা: ৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১০ অক্টোবর ২০২২  
মিতু হত্যা মামলা: ৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

চট্টগ্রামের আলোচিত সাবেক পুলিশ  সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পিবিআই’র দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। অভিযোগপত্রে মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে অভিযুক্ত করেছে পিবিআই। 

সোমবার (১০ অক্টোবর) শুনানি শেষে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল হালিম অভিযোগপত্র গ্রহণ করেন। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

কামরুল হাসান জানান, মিতু হত্যা মামলায় গত ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। আজ সোমবার অভিযোগপত্র গ্রহণের উপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত বাবুল আক্তারসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

মামলার আসামিরা হলেন- সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুছা ও খায়রুল ইসলাম প্রকাশ কালু। 

এদিকে বাবুল আক্তারের পক্ষের আইনজীবি গোলাম মাওলা মুরাদ জানান, মিতু হত্যাকাণ্ডে দ্বিতীয় মামলায় সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ প্রথম মামলায় ব্যবহার করা বেআইনি। এই বিষয়ে তারা আদালতে একটি আবেদন করেছেন। আদালত এ ব্যাপারে পরে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন। এছাড়া বাবুল আক্তারকে কারাবিধি অনুযায়ী ডিভিশন-১ মর্যাদা দেওয়ার আবেদন মন্জুর করেন আদালত এবং বাবুল আক্তারের সঙ্গে একান্তে ১ ঘণ্টা আলাপ-আলোচনা করার প্রার্থনা মঞ্জুর হয়েছে।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়