ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

লক্ষ্মীপুরে প্রায় আড়াই লাখ শিশুকে দেওয়া হচ্ছে করোনার টিকা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১১ অক্টোবর ২০২২   আপডেট: ১৪:৫২, ১১ অক্টোবর ২০২২
লক্ষ্মীপুরে প্রায় আড়াই লাখ শিশুকে দেওয়া হচ্ছে করোনার টিকা

লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ২ লাখ ৪৩ হাজার শিশুকে করোনার টিকা দেওয়া হচ্ছে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শহরের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। 

আরো পড়ুন: বাগেরহাটে শিশুদের করোনার টিকা প্রদান শুরু

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, পৌর মেয়র মোজাম্মেল হায়রদার মাসুম ভূইয়াসহ স্বাস্থ্যবিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন আহমেদ কবির জানান, ৫-১১ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা। প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। 

আরো পড়ুন: উপজেলা পর্যায়ে শিশুদের করোনার টিকাদান শুরু

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, শিশুদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহ চলবে এ কার্যক্রম। এই জেলার ২ লাখ ৪৩ হাজার ৪০০ শিশুকে দেওয়া হবে করোনার টিকা। টিকা নিতে শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। 

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়