ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

ফেল করেছে দুই সতীন, ভোট মেলেনি ৩ জনের

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ১৭ অক্টোবর ২০২২  
ফেল করেছে দুই সতীন, ভোট মেলেনি ৩ জনের

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে একই আসনে প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন দুই সতীন। তবে দুজনই ফেল করেছেন। এছাড়া রাজশাহীর তিন প্রার্থী একটি ভোটও পাননি। এদের মধ্যে দুজন সাধারণ সদস্য পদের। তারা হলেন আবদুস সালাম ও শাহিন মণ্ডল। একটি ভোটও না পাওয়া অপরজন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসন-৩ এর প্রার্থী ময়না খাতুন।

সোমবার (১৭ অক্টোবর) ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলে। দুই সতীন হলেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসন-২ এর প্রার্থী নাছিমা বেগম ও ফিরোজা খাতুন।

জেলা প্রশাসক ও রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল জলিল স্বাক্ষরিত নির্বাচনের ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।

জানা যায়, নাছিমা ও ফিরোজার স্বামীর নাম মো. রেজাউল হক। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক রেজাউল হকের বড় ভাই। এবার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন রেজাউল হক।

নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে রেজাউল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভোটাররা হয়তো ভেবেছেন একই পরিবারের দুজন ভোটে দাঁড়িয়েছে, তাই ভোট দেননি। আবার ভোটটাও অন্যরকম হয়েছে। একেবারেই রাজনৈতিকভাবে ভোট হয়েছে। সে কারণে ভোটের ফলাফল ভালো হয়নি। যদিও আমি ছোট স্ত্রী ফিরোজার পক্ষে কাজ করেছিলাম। কারণ, সে শিক্ষিত মেয়ে। কিন্তু ফল আসেনি।’

কেয়া/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়