ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের বারান্দা থেকে পড়ে ছাত্রের মৃত্যু

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১৯ অক্টোবর ২০২২   আপডেট: ০৭:৫৭, ২০ অক্টোবর ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের বারান্দা থেকে পড়ে ছাত্রের মৃত্যু

শাহরিয়ার। ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে শাহরিয়ার নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর।

হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল বলেন, ‘রাত ৮টার দিকে বিকট শব্দ শুনতে পাই। এসে দেখি একজন উপর থেকে পরে গেছে। পরে আরো কয়েকজন মিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘আহত শিক্ষার্থী হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।’

কেয়া/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়