বিএমডিএ পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক আবদুর রশিদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার প্রমাণ থাকার পরেও যদি নির্বাহী পরিচালক আবদুর রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিকরা।
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বিএমডিএ সদর দপ্তরে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবীব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।
এ ঘটনায় ওই দিন রাতেই নগরীর রাজপাড়া থানায় হত্যাচেষ্টার মামলা দয়ের করেন বুলবুল হাবিব। ওই মামলায় বিএমডিএ নির্বাহী পরিচালক আবদুর রশিদ হুকুমের আসামি।
কেয়া/কেআই