ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হলো ক্যাঙারু ও লামা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২২ অক্টোবর ২০২২   আপডেট: ১১:২৪, ২২ অক্টোবর ২০২২
চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হলো ক্যাঙারু ও লামা

দেশের দ্বিতীয় বৃহত্তম চট্টগ্রাম চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে বাঘ সিংহসহ প্রায় সব ধরনের প্রাণী থাকলেও ছিলো না ক্যাঙারু এবং লামা। গতকাল শুক্রবার এই চিড়িয়াখানায় যুক্ত হয়েছে ছয়টি করে ক্যাঙারু লামা। আর এ প্রাণী দুটিকে আনা হয়েছে নেদারল্যান্ডস থেকে। 

শনিবার (২২ অক্টোবর) থেকে এসব প্রাণী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ রাইজিংবিডিকে বলেন, ‘অনেক প্রাণীতে সমৃদ্ধ চট্টগ্রাম চিড়িয়াখানায় আগে কখনো ক্যাঙারু এবং লামা ছিলো না। এবার নেদারল্যান্ড থেকে ছয়টি ক্যাঙারু এবং ছয়টি লামা আনা হয়েছে। গত বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রাণীগুলো ঢাকায় পৌঁছায়। এরপর গতকাল সকালে প্রাণীগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। পরে প্রাণীগুলোকে তাদের জন্য প্রস্তুত খাঁচায় রাখা হয়।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘নতুন প্রাণী যুক্ত হওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানা আরও সমৃদ্ধ হলো। আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃক নেদারল্যান্ডের একটি ব্যাক্তি মালিকানাধীন ফার্ম থেকে লামা ও ক্যাঙারু সংগ্রহ করা হয়েছে। এসব প্রাণী কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম নেওয়া। আগামী ১৫দিন এই প্রাণীগুলো আমদানিকারক প্রতিষ্ঠানের অধীনে কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকবে। এরপর চিড়িয়াখানা কর্তৃপক্ষের অধীনে হস্তান্তরিত হবে। কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকলেও আজ শনিবার থেকে এসব প্রাণী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।’ 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়