ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ঝালকাঠিতে ৭ দাবিতে গণ-অনশন কর্মসূচি পালিত

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২২ অক্টোবর ২০২২  
ঝালকাঠিতে ৭ দাবিতে গণ-অনশন কর্মসূচি পালিত

সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ঝালকাঠিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। 

শনিবার (২২ অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

পরিষদের অন্য দাবিগুলো হলো- বৈষম্য বিলুপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, আর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন যথাযত বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন ও সমতলের আদিবাসিদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

আরো পড়ুন:

অনশন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকার,  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছরেও এ দেশের সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ এখনো নিরাপদ নয়। সংখ্যালঘু সুরক্ষা আইনসহ আমাদের ঘোষিত সাত দফা বাস্তবায়নের জোর দাবি জানাই। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়