ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চিনির দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২২ অক্টোবর ২০২২  
চিনির দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

চিনির দাম নিয়ন্ত্রণে রাজশাহীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে তিনটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযান চালান। 

হাসান-আল-মারুফ জানান, অভিযানে সাহেববাজারের মোস্তফা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, রাজু স্টোরকে দুই হাজার এবং মইদুল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

তিনি আরও জানান, চিনির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এ জন্য খুচরা ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীকে এবং পাইকারি ব্যবসায়ীরা উৎপাদককে দায়ী করছেন। আসলেই কেন দাম বাড়ছে তা দেখতে অভিযান চালানো হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়