ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

রাবিতে সংসদ সদস্য বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৩ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:২৩, ২৩ অক্টোবর ২০২২
রাবিতে সংসদ সদস্য বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাবি শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের পক্ষ নেওয়ায় সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

রোববার (২৩ অক্টোবর) সকালে এক মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ফজলে হোসেন বাদশার কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। 

ফজলে হোসেন বাদশা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি। শনিবার দুপুরে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তিনি তাদের মানববন্ধনে অংশ নেন। 

আরো পড়ুন:

গত বুধবার রাতে রাবির হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। ওই রাতে তাকে হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আইসিইউ চেয়েও না পাওয়া এবং চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলে রাবি শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাদের মারামারির ঘটনাও ঘটে।

এ নিয়ে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও রাবি কর্তৃপক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। রাবি শিক্ষার্থীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার দুপুর থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতালের সামনে তারাও বিক্ষোভ করেছেন।

শিরিন সুলতানা/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়