ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২৪ অক্টোবর ২০২২  
ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে চট্টগ্রামে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর। এছাড়া চট্টগ্রাম মহানগরী ও জেলায় সকাল থেকেই হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন এতথ্য জানান।

সজিব হোসাইন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে বাংলাদেশের উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।

আরো পড়ুন:

রেজাউল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়