ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৪ অক্টোবর ২০২২   আপডেট: ১০:৫১, ২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল শনিবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জুরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপতিত্ব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। 

সভায় জেলা প্রশাসক মো. মামুনুর জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৫ লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন। 

আরো পড়ুন:

তিনি আরো জানান, ৮ লাখ ২৫ হাজার টাকা, ৩২৩ মেট্টিক টন চাল, ২০০ বান্ডিল ঢেউটিন, ৯৯০ পিস তাবু, এবং ১ হাজার ১৯৮ প্যাকেট শুকনা খাবার মজুদ রাখা হয়েছে। এছাড়া ঝুঁকি মুহূর্তে উপকূলের লোকজনকে সরিয়ে নিতে পর্যাপ্ত ব্যবস্থা হাতে রাখা হয়েছে। প্রয়োজনীয় উদ্ধার কাজের জন্য স্থানীয়ভাবে যানবাহন ও স্পিডবোট প্রস্তুত রাখতে হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে ৮ হাজার ৬০০ স্বেচ্ছাসেবক, ১০৮টি মেডিকেল টিম, সার্বক্ষণিক মোবাইল টিম প্রস্তুত রয়েছে। এছাড়া খোলা হয়েছে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম। 

বৈঠকে অন্যদের মধ্যে পৌরসভার প্রধান নির্বাহী এ কে এম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন আলমগীর, ট্যুরিস্ট পুলিশের সহকারি পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, জেলা ত্রাণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সিপিপি’র উপ-পরিচালক মো. হাসানুল আমিন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। ফায়ার সার্ভিস, ইসলামিক ফাউন্ডেশন, জেলা ইমাম সমিতি, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারেকুর/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়