ঘূর্ণিঝড় সিত্রাং: পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সকাল থেকে ঘাট এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে বিকেলের দিকে পদ্মা নদীতে বাতাসের বেগ বেড়ে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। দূর্ঘটনা এড়াতে সোয়া ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ১৭টি ফেরি রয়েছে। প্রাকৃতিক দূর্যোগ কেটে গেলে নৌরুটে ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরিচা-কাজিরহাট নৌরুটে দুপুর সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আরিচা ফেরি ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ। তিনি বলেন, সকাল থেকে বৃষ্টি হলেও এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। তবে দুপুরের পর থেকে নদী উত্তাল থাকায় আর ঝুঁকি নেওয়া যায়নি। উত্তাল ঢেউ ও তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
সকাল ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং আজ সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে।
চন্দন/বকুল