ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ভোলায় গাছ উপড়ে নারীসহ দুজনের মৃত্যু

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২৫ অক্টোবর ২০২২   আপডেট: ১০:৪০, ২৫ অক্টোবর ২০২২
ভোলায় গাছ উপড়ে নারীসহ দুজনের মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাং-এর সময় গাছ উপড়ে ভোলার চরফ্যাশন ও দৌলতখানে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে জেলার চরফ্যাশন উপজেলার হাজিরগঞ্জ ও দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজিরগঞ্জের মনির (৩৫) এবং দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিবি খাদিজা (৮০)।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন হাজিরগঞ্জের বাসিন্দা মনির। এসময় একটি গাছ উপড়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে খাদিজার ঘরের ওপর আরো একটি গাছ উপড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দৌলতখান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাকির হোসেন দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

মনজুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়