ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৫ অক্টোবর ২০২২   আপডেট: ১১:২৮, ২৫ অক্টোবর ২০২২
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। বন্দর জেটি থেকে সরিয়ে নেওয়া বড় জাহাজসমূহ আবারও জেটিতে ভিড়তে শুরু করেছে। শুরু হয়েছে জাহাজে পণ্য উঠা-নামা ও কনটেইনার হ্যান্ডলিং। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম এর সত্যতা নিশ্চিত করেছেন। 

বন্দর কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় এবং বন্দর সমূহকে দেওয়া আবহাওয়া দপ্তরের সতর্ক সংকেত নামিয়ে দেওয়ায় মঙ্গলবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম বন্দর পুনরায় সচল হয়েছে। 

এর আগে গতকাল (সোমবার) দুপুরের পর থেকেই ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কায় বন্দর জেটি থেকে সমুদ্রগামী জাহাজসমূহকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়। পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় আজ (মঙ্গলবার) সকাল থেকেই এসব জাহাজ আবার বন্দর জেটিতে ফিরিয়ে এনে কার্যক্রম সচল করা হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য উঠা-নামা ও কনটেইনার হ্যান্ডলিং স্বাভাবিক গতিতে চলমান রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়