ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড় সিত্রাং: বাগেরহাটে মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৫ অক্টোবর ২০২২  
ঘূর্ণিঝড় সিত্রাং: বাগেরহাটে মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি 

ঝড়ে ক্ষতিগ্রস্থ একটি সড়ক

ঘূর্ণিঝড় সিত্রাং ব্যাপক মাত্রায় তাণ্ডব চালিয়েছে বাগেরহাট উপকূলীয় এলাকায়। ঝড়ের কারণে সৃষ্ট জোয়ারের পানি ও বৃষ্টিতে জেলার ৫২৫টি চিংড়ি ও ২২৫টি মাছের পুকুর ভেসে গেছে। এতে প্রায় ৮৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় প্রচুর সংখ্যক গাছ উপড়ে যাওয়ায় অনেকের বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান এতথ্য জানান।


 

আরো পড়ুন:

আজিজুর রহমান জানান, ঝড়ের তাণ্ডব ও বৃষ্টিপাতের কারণে বাগেরহাট জেলার ৮৫০ হেক্টর রোপা আমনের জমি, ৩৭৫ হেক্টর শীতকালিন সবজি, ১৭ হেক্টর পান বরাজ, ১১০ হেক্টর কলা, ২০ হেক্টর মরিচ, ৭ হেক্টর পেঁপে ও ৬ হেক্টর বিভিন্ন শীতকালীন সবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মোংলা আবহওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় গতকাল সোমবার ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

টুটুল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়