ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সুবর্ণচরে ঘরের উপর গাছ পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৫ অক্টোবর ২০২২  
সুবর্ণচরে ঘরের উপর গাছ পড়ে শিশুর মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাং-এর আঘাতে নোয়াখালীর সুবর্ণচরে ঘরের উপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সানজিদা খানম আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু আদি একই গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো. আবদুল্লার ছেলে। 

আরো পড়ুন:

মারা যাওয়া আদির বাবা আবদুল্লাহ বলেন, ‘আমি জেলা শহরে ছিলাম। রাতে তীব্র বাতাসে আমার ঘরের উপর গাছ ভেঙে পড়ে। এতে আমার স্ত্রী ও সন্তান আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, রাতে তীব্র বাতাসের কারণে একটি গাছ বসত ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু আদির মৃত্যু হয়। এসময় তার মা গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজনরা তাকে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

মওলা সুজন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়