ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

এবার কুড়িগ্রামে মিলল হাঁসের কালো ডিম

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ৩১ অক্টোবর ২০২২   আপডেট: ২১:৫৫, ৩১ অক্টোবর ২০২২
এবার কুড়িগ্রামে মিলল হাঁসের কালো ডিম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নে ইব্রাহিম নামের এক যুবকের পালিত দেশি হাঁস দুটো কালো ডিম পেড়েছ। যা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইব্রাহিম আলী কুড়িগ্রাম মজিদা কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি বাড়িতে থেকে কৃষিকাজ করেন। প্রায় ছয় মাস আগে শ্বশুরবাড়ি থেকে পাঁচটি হাঁস উপহার পান তিনি।

শনিবার (২৯ অক্টোবর) একটি হাঁস ডিম দেয়। সকালে সেই ডিম দেখে অবাক হয়ে যান ইব্রাহিম। সাদা ডিমের পরিবর্তে দেখতে পান কালো ডিম। খবরটি ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ওই ডিম দেখতে ছুটে আসেন তার বাড়িতে। পরদিন আবার একই ধরনের আরেকটি কালো ডিম দেয় হাঁসটি।

ইব্রাহিম আলী রাইজিংবিডিকে জানান, উপহার পাওয়া পাঁচটি হাঁসের মধ্যে একটি পুরুষ হাঁস। বাকি চারটি স্ত্রী হাঁস। তবে সবগুলোই দেশি প্রজাতির। তিনি এবং তার স্ত্রী হাঁসগুলো পালন করেন।

তিনি বলেন, ‘শনিবার সকালে হাঁসের খোপরা (বাসস্থান) খুলে দিলে একটি কালো রঙের ডিম চোখে পড়ে। প্রথমে ডিমটি দেখে অবাক এবং ভয় পেয়ে যাই। পরে বাড়ির অন্যান্য সদস্যদের ডাকি এবং ডিমটি বের করে আনি। পরদিন একই ধরনের আরেকটি ডিম পাই। এই খবরে প্রতিবেশী থেকে শুরু করে দূর-দূরান্তের গ্রাম থেকেও মানুষ এক নজর কালো ডিম দেখতে বাড়িতে ভিড় করছেন। হাঁসগুলোকে স্বাভাবিক খাবার দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক নিয়মে লালন-পালন করা হয়েছে।’

ইব্রাহিমের বড় ভাই আব্দুল মজিদ বলেন, ‘ছোট ভাইয়ের পালন করা হাঁসের কালো ডিম দেখে আমিও অবাক হয়েছি। তবে কি কারণে এমনটি হয়েছে তা জানা নেই।’

নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশিকুজ্জামান বলেন, ‘নারায়নপুরে হাঁসের কালো ডিম পাড়ার খবর পেয়েছি। এটি বিরল ঘটনা ও অস্বাভাবিক ব্যাপার।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘হাসের জরায়ুতে কোনো ইনফেকশন থাকার করণে এমন হতে পারে। এছাড়া ডিম তৈরির যে পরিমাণ পিগমেন্টের দরকার তা যদি অনুপস্থিত থাকে তাহলে এমন ঘটনা ঘটতে পারে।’

এর আগে, ভোলা ও বাগেরহাটে হাসের কালো ডিম পাড়ার খবর পাওয়া যায়। তখন এ ঘটনায় পুরো দেশে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: এবার মোংলায় মিলল হাঁসের কালো ডিম

সৈকত/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়