ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

নোয়াখালীতে দালালসহ ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১ নভেম্বর ২০২২  
নোয়াখালীতে দালালসহ ৭ রোহিঙ্গা আটক

ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে দুই দালালসহ আটক সাত রোহিঙ্গাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। 

সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাদের পুলিশের কাছে দেওয়া হয়। 

এর আগে, একই দিন রাত ১০টার দিকে হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চরমাকছুমুল গ্রামে আসলে স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে।  

আরো পড়ুন:

আটকৃত দালালরা হলেন- মো.নুর আমিন (৫০) ও মো.ইউসুফ (১৯)। তারা সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।

আটককৃত রোহিঙ্গারা হলেন- আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের নুরুল হাকিম (২৬), ৮১ নম্বর ক্লাস্টারের মো.আলম (২৪), ৮৭ নম্বর ক্লাস্টারের মো.অলি আছান (২৭), সোনা মেহের (১৮), ইয়াছমিন (১০ মাস), ফিরোজা (২২ বাক প্রতিবন্ধী) ও  মো. একরাম (১৪ মাস)।  

স্থানীয়রা জানান, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল নুর আমিন রোহিঙ্গাদের নিয়ে গতকাল সোমবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের চরমাকছুমুল গ্রামের কামাল বাজারে এসে পৌঁছায়। এসময় স্থানীয় লোকজন চলা ফেরা ও কথায় রোহিঙ্গা নাগরিক বুঝতে পেরে দালাল নুর আমিন এবং মো.ইউসুফসহ ৭ জনকে আটক করে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান কাছে হস্তান্তর করে। খবর পেয়ে পুলিশ ভোরে তাদের থানায় নিয়ে যায়।  

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊবর্ধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মওলা সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়