ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

ব্রুনাই সুলতানের উপহার পেল কুড়িগ্রামের শিশুরা

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৩ নভেম্বর ২০২২  
ব্রুনাই সুলতানের উপহার পেল কুড়িগ্রামের শিশুরা

কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার চরের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্রুনাই সুলতানের দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল জুতা ও তৈরি পোশাক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শহীদ ক্যাপ্টেন বাশার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়ার বরাদ্দ দেওয়া উপহার বিতরণ করে আন্তর্জাতিক বেসরকারিদাতা ও উন্নয়নসংস্থা মুসলিম এইড ও ইএসডিও।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কোঅর্ডিনেটর মো. শাহওয়ালিউল্লাহ, ইএসডিও সিবিএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুভাষ সরকার, ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.  আশরাফুল ইসলাম।

গত ১৫-১৭ অক্টোবর ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়া তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এ সময় তিনি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১৬০ জোড়া জুতা ও পোশাক বরাদ্দ করেন। 

সুলতানের সফরের সময় ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার উপহার সামগ্রী গ্রহণ করেন। পরে ২-৬ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের উপহার বিতরণে সহায়তা করার জন্য মুসলিম এইড-ইউকে বাংলাদেশের কান্ট্রি অফিসকে অনুরোধ জানান। 
 

বাদশাহ/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়