হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৪৬, ৩ নভেম্বর ২০২২
মৃত ডলফিন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদী থেকে ২৫ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে নদীর দক্ষিণ বাড়িঘোনা এলাকা থেকে আইডিএফের সহায়তায় ডলফিনটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া ডলফিন উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এটি কয়েক দিন আগেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ডলফিনটির দেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। এটির দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কীভাবে ডলফিনটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে সেটি মাটির নিচে চাপা দেওয়া হয়।
রেজাউল/বকুল