ঢাকা     শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৯ ১৪৩১

মুন্সীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৫ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:০২, ৫ নভেম্বর ২০২২
মুন্সীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আটক হওয়া আব্বাস দেওয়ান।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রাসেল দেওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আব্বাস দেওয়ানকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে এতথ্য জানান সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক।

এর আগে শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

ওসি মিজানুল জানান, বড় ভাই আব্বাসের সঙ্গে রাসেলের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্বাস দেওয়ান লাঠি দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। পরে স্বজনরা রাসেলকে সিরাজদিখান ইছাপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।একই সঙ্গে আব্বাস দেওয়ানকে আটক করা হয়েছে। 

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়