ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ইভটিজিং করায় কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৭ নভেম্বর ২০২২  
ইভটিজিং করায় কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক শিশুকে ইভটিজিং করার দায়ে আবু হানিফ (৫০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আবু হানিফ উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কালান্দিগঞ্জ গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। 

আরো পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবু হানিফ এক শিশুকে ইভটিজিং করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হানিফ ভ্রাম্যমাণ আদালতে ওই শিশুকে ইভটিজিংয়ের কথা স্বীকার করছেন। পরে দণ্ড বিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তেঁতুলিয়া মডেল থানার এসআই আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

কাওছার/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়