ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৯ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:০১, ৯ নভেম্বর ২০২২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে শৈলকুপা উপজেলার চাদপুর ও সকাল ৯টার দিকে হরিনাকুন্ডু উপজেলার মথুরাপুর নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন- জামাল মাহবুব (৪০)। তিনি যশোর জেলার পুলের হাটের তাপসী ডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। অপর নিহত বাপ্পী শেখ (২২)। তিনি ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে ট্রাক্টর কিনে ট্রাকে করে যশোরে যাচ্ছিল জামাল মাহবুব। ঝিনাইদহের শৈলকুপার দুধসর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল মাহবুব। সেসময় আহত হন তার সঙ্গে থাকা অপর একজন।

আরো পড়ুন:

অন্যদিকে সকালে বাড়ি থেকে নসিমন যোগে পাশ্ববর্তি একটি ইটের ভাটায় যাচ্ছিলেন বাপ্পী শেখ। মথুরাপুর নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিসিমনটি গাছের সাথে ধাক্কা লাগে । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাছির উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়। 

রাজিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়