ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১১ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:৩৩, ১১ নভেম্বর ২০২২
ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

মারা যাওয়া শিক্ষার্থী তানভির।

তাড়াহুড়া করে নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী তানভির হোসেন রাহুল (২২) মারা গেছেন। শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে জয়পুরহাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন ।

মারা যাওয়া তানভির বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালিপাড়া নাগর বন্দর গ্রামের মৃত শাহরিয়ার নাইসের ছেলে। তিনি কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে খুলনা থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তানভির গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে জয়পুরহাট স্টেশন ঘুম ভাঙে তার। এসময় ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে চলে যান তিনি। ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হয় তার।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, ময়নাতদন্তের পর তানভিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শামীম কাদির/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়