ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ধর্মঘটে অসহায় নিম্ন আয়ের মানুষ

শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী  সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১২ নভেম্বর ২০২২   আপডেট: ১৫:২৬, ১২ নভেম্বর ২০২২
ধর্মঘটে অসহায় নিম্ন আয়ের মানুষ

যাত্রী না থাকায় বেকার বসে আছেন অটোরিকশা চালকরা।

মহাসড়কে অবৈধ্য যানবাহন চলাচলের প্রতিবাদে রাজবাড়ী বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৩৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট চলছে। আর এই ধর্মঘটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষজন।

শ্রমিক নেতারা জানান, মহাসড়কে তিন চাক্কার অবৈধ্য যানবাহন বিশেষ করে  নসিমন, করিমন, অটোরিকশা, মাহিন্দা বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা। তাদের এই দাবি দীর্ঘদিনের। কিন্তু দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।

অটোরিকশা চালক প্রতিবন্ধী আবুল হোসেন বলেন, ‘এই ধর্মঘট অপ্রত্যাশিত। এই ধর্মঘট কি আমাদের মতো খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে। নাকি ক্ষুদার্র্থ পেটে খাবার তুলে দিতে পারবে। আমাদের মতো গরিব মানুষ এই অপ্রত্যাশিত ধর্মঘটে খেতে না পেয়ে মরবে।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘অসহায় বাবা-মা আমাকে খেয়ে-না খেয়ে লেখাপড়া শিখিয়েছে। যোগ্যতা অনুসারে চাকরি পাইনি। এই দোষ বা অপরাধ কি আমার, নাকি আমার পরিবারের। বাবা-মায়ের বোঝা হয়ে না থেকে তাই বাধ্য হয়ে সংসার চালানোর জন্য অটোরিকশা চালাচ্ছি। আর তাই বাধ্য হয়ে ধর্মঘটের মধ্যে রিকশা নিয়ে রাস্তায় নামতে হয়েছে।’ 

দুলাল সরদার নামের অপর এক রিকশা চালক বলেন, ‘ধর্মঘটের কারণে রাস্তায় তেমন যাত্রী নেই। কিন্ত বাড়িতে অসুস্থ্য বাবা-মা, স্ত্রী-সন্তান রয়েছে। তারা কি এই কথা বুঝবে। তারা আমার কাছে খাবার চায়। কিন্ত আমি খাবার কিভাবে দেব? রিকশা চালিয়ে তিন বেলা খেতে পারি না। এর পর ধর্মঘট। এ যেন কাটা ঘায়ে লবণের ছিটা।’

সাগর মন্ডল নামের অপর এক রিকশা চালক বলেন, ‘প্রতিদিন আয় করে সংসার চালাতে পারি না। প্রতিটি পণ্যের মূল্যে অনেক। এই চিন্তায় রাতে ঘুমাতে পারি না। এর মধ্যে পরিবহন ধর্মঘট। রিকশা নিয়ে এসেছি কিন্ত রাস্তায় কোনো যাত্রী পাচ্ছি না। যাত্রী থাকবে কোথায় থেকে। কারণ দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। মানুষ যদি ঘর থেকে বের না হয়, তাহলে আমরা কিভাবে আয়-রোজগার করবো।’

রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ যানবাহন চলছে। এসব যানবাহনের কারণে ঘটছে নানা দুর্ঘটনা। অবৈধ যানবাহন বন্ধের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে। আমরা এই আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছি। হঠাৎ এই আন্দোলনে আসি নাই।’

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়