ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, প্রাণ গেলো জাপা নেতার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১৩ নভেম্বর ২০২২   আপডেট: ২০:৩২, ১৩ নভেম্বর ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, প্রাণ গেলো জাপা নেতার

আবদুল হামিদ। ফাইল ফটো

নোয়াখালী সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আবদুল হামিদ (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৩ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং জেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহতের চাচাত ভাই সাহাব উদ্দিন বলেন, ‘মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান তিনি। এসময় গাছের সঙে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম হন হামিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরো পড়ুন:

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ওহি উদ্দিন মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

সুজন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়