শিয়ালের মাংস বিক্রি করায় জরিমানা
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরের হাজীগঞ্জে শিয়ালের মাংস বিক্রি করায় দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ৪ নম্বর কালচোঁ দক্ষিণ উপজেলার শিদলা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে জুলহাস ভূঁইয়া ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বড় মসজিদের সামনে একশ টাকা ভাগায় শিয়ালের মাংস বিক্রি করছিলেন দুই যুবক। পরে থানায় খবর দেওয়া হলে দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামকে অবহিত করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাসমছুল আলম রমিজ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. মেহেদী হাসান মানিক দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জুলহাস ও মনির হোসেন জানান, শিয়ালটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। পরে সেটি জবাই করে বাজারে মাংস বিক্রি করছিলেন তারা।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. মেহেদী হাসান মানিক বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত শিয়ালের মাংস বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’
অমরেশ/কেআই