ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৪ নভেম্বর ২০২২   আপডেট: ১৪:৩১, ১৪ নভেম্বর ২০২২
রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই স্লোগানে দিবসটি উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র শোভাযাত্রাটি বের করে।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। একই সঙ্গে ডায়াবেটিস রোগীদের মধ্যে বিনামূল্যে ইনসুলিনও বিতরণ করা হয়।

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে ডায়াবেটিস কল্যাণ কেন্দ্রের পরিচালক ডা. এফএমএ জাহিদ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়