ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মেহেরপুরে ৬ দালালকে জরিমানা

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৪ নভেম্বর ২০২২  
মেহেরপুরে ৬ দালালকে জরিমানা

মেহেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ থেকে চার নারীসহ ছয় দালালকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- সানোয়ার হোসেন, শাহজাহান, আম্বিয়া, জেসমিন, মেরিনা, ফাজুরা। 

আরো পড়ুন:

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে দালালদের কারণে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পরছেন বলে খবর আসে। পরে হাসপাতালে অভিযানে যায় ডিবি ও সদর থানা পুলিশের একটি দল। এসময় হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে ৬ দালালকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জামান। জরিমানা প্রদান করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

মহাসিন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়